হোম > খেলা > ক্রিকেট

জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরিতে সেমিফাইনালে ভারত

শুভমান গিলকে বছর শেষ হওয়ারও সময় দিলেন না যশস্বী জয়সওয়াল। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন গিল। তাঁর সেই রেকর্ড এবার নিজের করে নিলেন উদীয়মান ব্যাটার জয়সওয়াল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে গিল ২৩ বছর ১৪৬ দিন বয়সে ভেঙে দিয়েছিলেন পূর্বসূরি সুরেশ রায়নার রেকর্ড। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রায়না। রায়নার সেই রেকর্ড ভাঙতে ১৩ বছর লাগলেও গিলের গড়া কীর্তি মুছতে মাত্র ৮ মাস লাগল জয়সওয়ালের।

এশিয়ান গেমসে আজ ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল। সেঞ্চুরির সময় তাঁর বয়স ছিল ২১ বছর ২৭৯ দিন। সেঞ্চুরি করার পরের বলেই অবশ্য ড্রেসিংরুমে ফেরেন তিনি। তাঁর সেঞ্চুরিতে নেপালকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ২০২ রান করে ভারত। জয়সওয়ালের রেকর্ড সেঞ্চুরির ম্যাচে ১৫ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইপিএল মাতানো রিংকু সিং।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হারলেও দুর্দান্ত জবাব দিয়েছে নেপাল। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে ৯ উইকেটে ১৭৯ রান করেছে হিমালয়ের দেশ। চার ব্যাটার খেলেছেন পঁচিশোর্ধ্ব ইনিংস। সর্বোচ্চ রান করেছেন এশিয়ান গেমসেই সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া দীপেন্দ্র সিং। ১৫ বলে ৩২ রান করার আগে বোলিংয়ে ২ উইকেটও নিয়েছেন তিনি।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করার পরও পরাজিত দলের সঙ্গী হতে হয়েছে দীপেন্দ্রকে। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আবেশ খান ও রবি বিষ্ণোই। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে পারে ভারত। আগামীকাল অবশ্য শেষ আটের ম্যাচে মালয়েশিয়াকে হারাতে হবে বাংলাদেশকে।

সাংবাদিক সেজে প্রশ্ন করলেন মিরাজ, শান্তর পাল্টা রসিকতা

ট্রিট চাইব কিন্তু মনে হয় না দেবে, মোস্তাফিজকে নিয়ে শান্ত

মোস্তাফিজকে কি পুরো আইপিএল খেলতে দেবে বিসিবি

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন আজহার

বিপিএলের আগে ‘কোটিপতি’ নাঈমের বার্তা

ইডেনে মোস্তাফিজের সুইং দেখার অপেক্ষায় কলকাতা

আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজের দল পাওয়ায় অবাক হননি মাশরাফি

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিল কলকাতা

‘খাজার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি’

আট ক্লাবের অবনমন, নতুন সূচি দেবে বিসিবি