হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে লিড নিয়েই ছাড়বে নিউজিল্যান্ড, বিশ্বাস কিউই কোচের

সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইটা চলছে সমানে সমানে। দুই দিনেই পড়েছে ১৮ উইকেট। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। 

প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রানে অলআউট হয়ে গেছে। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলতে পেরেছে মাত্র ১ বল। নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের বেশিরভাগ সময় দাপট দেখিয়ে খেলেছিল। সেখানে শেষ বিকেলে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। কেন উইলিয়ামসন, ইশ সোধির উইকেট দুটি নিয়েছেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক নিয়েছেন গ্লেন ফিলিপসের উইকেট। নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ ১০৪ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে। ৮ উইকেটে ২৬৬ রানে দিনের খেলা শেষ করেছে কিউইরা। 

৪৪ রানে পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ডের লিড নেওয়া সম্ভব বলে মনে করেন ব্যাটিং কোচ লুক রনকি। ব্যাটিংয়ে থাকা কাইল জেমিসন, টিম সাউদি-দুজনেরই টেস্টে ফিফটি করার রেকর্ড আছে। একই সঙ্গে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছেন রনকি। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ বলেছেন, ‘হ্যাঁ, আমার মনে হয় আমাদের এখনো বিশ্বাস আছে আমরা তা (লিড নেওয়া) পারব। বাংলাদেশ খুবই ভালো বোলিং করেছে। বল যখন টার্ন করেছে আমাদের অনেক চাপে ফেলে দিয়েছে। সঙ্গে শরীফুলও বেশ ভালো বোলিং করেছে। আমাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জুটি গড়ে উঠেছিল। যে রানটা উঠেছে স্কোরবোর্ডে, তা করতে আমাদের কঠিন পরিশ্রম করতে হয়েছে। দুটো উইকেট হাতে আছে আমাদের। আশা করছি সকালে আমরা ফিরব যখন, তখন এরা আরও কিছু রান করে বাংলাদেশের কাছে আমাদের নিয়ে যেতে পারব।’ 

নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৪৪ রানেই হারিয়ে বসে ২ উইকেট। সেই পরিস্থিতি থেকে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেন উইলিয়ামসন। ১৮৯ বলে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৯ তম সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি-দুটিই এখন উইলিয়ামসনের। দলের অন্যান্য ক্রিকেটারদের জন্য তা (উইলিয়ামসনের ব্যাটিং) অনুপ্রেরণামূলক বলে মনে করেন রনকি। নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ বলেন, ‘তার (উইলিয়ামসন) ২৯টা সেঞ্চুরি হলো। আপনি দেখুন, পুরো বিশ্বেই সে রান করেছে। যেভাবে সে ভিন্ন ভিন্ন ভিন্ন বোলারদের আক্রমণ সামলায়, আর শান্ত থেকে ব্যাটিং তা করার সময়, তা অবিশ্বাস্য। সে অনেক করেছে এমন রান। আমাদের তরুণ খেলোয়াড়রাও দেখছে সে যেভাবে খেলছে। তার সঙ্গে অনেকেই ক্রিকেট খেলেছে। তার এমন পারফরম্যান্স দেখা, যে কোনো খেলোয়াড়ের কাছেই নিজ দেশের কাউকে এভাবে পারফর্ম করতে দেখাটা দারুণ আনন্দের।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা