হোম > খেলা > ক্রিকেট

চলে গেলেন পিসিবির সাবেক চেয়ারম্যান

চলে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ইজাজ বাট। ৮৫ বছর বয়সে আজ লাহোরে মারা গেছেন ইজাজ বাট। 

বাটের জামাতা আরিফ সাঈদ জানিয়েছেন, অসুস্থতার সঙ্গে তিনি (বাট) দীর্ঘদিন লড়াই করছিলেন। বাটের মৃত্যুতে সমবেদনা জানিয়ে পিসিবির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘সাবেক টেস্ট ক্রিকেটার ও পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাটের মৃত্যুতে পিসিবি শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সান্ত্বনা জানাচ্ছি।’ পিসিবি ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে চেয়ারপারসন জাকা আশরাফ বলেন, ‘মিস্টার ইজাজ বাটের মৃত্যুতে পিসিবির পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তাকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ হয়েছিল। মিস্টার বাটের প্রতি সম্মান জানানো ছাড়া আর কিছু করার নেই। ইজাজ বাটের পরিবার ও বন্ধুদের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে সান্ত্বনা দিচ্ছি এবং নিশ্চয়তা দিচ্ছি যে পাকিস্তান ক্রিকেটের জন্য তাঁর অবদান সবসময় স্মরণ করা হবে।’

২০০৮ এর অক্টোবরে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন বাট। তখন পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন আসিফ আলি জারদারি। বাট নিয়োগ পাওয়ার পরই পাকিস্তানের ক্রিকেটে ঘটেছে বেশ কিছু আলোচিত ঘটনা। ২০০৯ এর মার্চে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই ঘটনায় আট জন মারা গেছেন বলে দাবি করা হয়েছিল। এরপর দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। সন্ত্রাসী হামলার ঘটনায় তখন নিরাপত্তা কম দেওয়া হয়েছিল বলে পিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। পরে ব্রডের সেই দাবিকে মিথ্যা দাবি করেছিলেন বাট। এরপর ২০১০ সালে লর্ডসে স্পটফিক্সিং কেলেঙ্কারিতে সালমান বাট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ-এই তিন পাকিস্তানি ক্রিকেটার জড়িয়ে পড়েন। বাটের প্রায় তিন বছরের দায়িত্ব শেষে ২০১১ এর অক্টোবরে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন আশরাফ।

১৯৫৯ থেকে ১৯৬২-আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছরের ক্যারিয়ারে ৮ টেস্ট খেলেন বাট। ১৯.৯২ গড়ে করেন ২৭৯ রান। একটা ফিফটিও করেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার