হোম > খেলা > ক্রিকেট

দলে না থাকলেও হাসানদের যে কারণে দুবাইয়ে নিচ্ছে বিসিবি

আজকের পত্রিকা ডেস্ক­

চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকলেও হাসান মাহমুদ যাচ্ছেন দুবাইয়ে। ছবি: ক্রিকইনফো

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের সঙ্গে পেসার হাসান মাহমুদকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির এক সূত্র জানিয়েছে, হাসান মাহমুদ একা নন, বোর্ড নিজ খরচে আরও তিন-চার পেসারকে প্রস্তুতি ক্যাম্পে যুক্ত করছে। দলের অনুশীলনে মানসম্পন্ন পেসার রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১২ জানুয়ারি ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির দলে লিটন দাস ও শরীফুল ইসলামের না থাকাটা চমকই বলা চলে। চূড়ান্ত দলে জায়গা না হলেও বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে হাসানকে প্রস্তুতি ক্যাম্পে রাখা হয়েছে। এছাড়া শুরু থেকেই ক্যাম্পে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসান। আজও তাঁদের অনুশীলনে দেখা গেছে।

তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান—বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মূল দলে আছেন এই চার পেসার। ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা