হোম > খেলা > ক্রিকেট

প্রথম সেশনে প্রোটিয়াদের দাপট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। কারণ হিসেবে বলেছিলেন, উইকেটের ওপর থাকা হালকা ঘাস ও আর্দ্রতার ফায়দা তুলতে চান তাঁরা। কিন্তু দিনের প্রথম সেশনে তার কোনো আভাসই মেলেনি। পুরো এক সেশনে দাপট ছিল প্রোটিয়াদের।

আজ ডারবানের সিরিজের প্রথম টেস্টের সকালের সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসা ডিন এলগার ৬০ এবং সারেল আরউই ৩২ রানে অপরাজিত আছেন। 

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু সাইড স্ক্রিন জটিলতায় আধা ঘণ্টা পর শুরু হয় খেলা। এতেই বাংলাদেশের অধিনায়কের আশা খানিকটা হতাশায় রূপ নেওয়ার কথা। এরপর অনিয়ন্ত্রিত বোলিং শুরু করেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। ইনিংসের প্রথম বলে তাসকিনকে বাউন্ডারি হাঁকান এলগার। 

নিজের প্রথম স্পেলের তাসকিন ৪ ওভার দেন ১৭ রান, নেই কোনো মেডেন। অন্যপ্রান্ত থেকে বল করা আরেক পেসার ইবাদত ৬ ওভারে দিয়েছেন ৩০ রান। উইকেটের লেংথ বুঝে উঠতে পারলে হয়তো প্রতিপক্ষকে চেপেই রাখতে পারতেন তারা। ১৯ তম ওভার প্রথম স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ে আনে বাংলাদেশ। ওই ওভারেই ব্যক্তিগত ফিফটি করেন এলগার। ২৫ ওভারের এই সেশনে এককভাবে দাপট দেখিয়েছে স্বাগতিকেরা।

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল