হোম > খেলা > ক্রিকেট

প্রথম দিনেই কাঁপালেন তাসকিন, উজ্জ্বল মুশফিকও

জিম আফ্রো টি-টেনের প্রথম দিনটা নিজেদের করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাসকিন আহমেদের মতো মুশফিকুর রহিমও গতকাল দুর্দান্ত পারফর্ম করেছেন।

হারারে স্পোর্টস ক্লাবে গত রাতে মুখোমুখি হয়েছে বুলাওয়ে ব্রেভস–জোবার্গ বাফালোজ। তাসকিন খেলছেন বুলাওয়ের জার্সিতে আর জোবার্গ বাফালোজের হয়ে খেলছেন মুশফিক। টস হেরে ব্যাটিং পায় জোবার্গ শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এই ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এসে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। জোবার্গের ইনিংসের তৃতীয় ওভার বোলিংয়ে এসে প্রথম বলেই মোহাম্মদ হাফিজকে কট অ্যান্ড বোল্ড করেন তাসকিন। এরপর পঞ্চম ও ষষ্ঠ বলে বাংলাদেশের এই পেসার ফিরিয়েছেন রায়ার্ন বার্ল ও ডেলানো পটগিটার—এই দুই ব্যাটারকেও।  ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা জোবার্গের হাল ধরেন মুশফিক। ২৩ বলে ৮ চারে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশের এই ব্যাটার। ১০ ওভারে ৭ উইকেটে ১০৫ রান করে জোবার্গ। ১০৬ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ৯ উইকেটে ৯৫ রানেই আটকে যায় বুলাওয়ের ইনিংস। ১০ রানের জয় পায় জোবার্গ।

গতকাল তাসকিনকে খেলতে হয়েছে দুটি ম্যাচ। হারারে হারিকেনস-বুলাওয়ে ব্রেভস ম্যাচ হয়েছিল গতকাল সন্ধ্যায়। হারারের বিপক্ষে ২ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। হারারে হারিকেনসকে ৪৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বুলাওয়ে ব্রেভস। টুর্নামেন্টের প্রথম দিনে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তাসকিন।

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন