প্রতিপক্ষের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড কিংবা ভারতের শুবমান গিল। ইংল্যান্ডের হ্যারি ব্রুক, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল কিংবা দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন হতে পারেন মিডল অর্ডারের আস্থা। বিপর্যয়ে যেমন ধরে খেলতে পারেন, তেমন প্রয়োজনে হতে পারেন আগ্রাসীও। বল হাতে ‘ব্রেকথ্রু’ এনে দেওয়া কিংবা ব্যাট হাতে আগ্রাসন দেখাতে পারেন সালমান আলি আগা কিংবা বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। যেকোনো দলের জন্যই ভয়ংকর হতে পারে আফগান রশিদ খানের স্পিন বিষ।
মোড় ঘুরিয়ে দিতে পারেন তাঁরা
আফগানিস্তান
রশিদ খান
অস্ট্রেলিয়া
ট্রাভিস হেড
বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজ
ইংল্যান্ড
হ্যারি ব্রুক
ভারত
শুবমান গিল
দক্ষিণ আফ্রিকা
হেনরিখ ক্লাসেন
নিউজিল্যান্ড
ড্যারিল মিচেল
পাকিস্তান
সালমান আলি আগা