হোম > খেলা > ক্রিকেট

আশায় শুরু বাংলাদেশের শেষটা হতাশার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের হলে পরের দুই সেশন ভারতের। আগের দিনের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি প্রথম সেশনে ভারতীয় বোলারদের হতাশা বাড়িয়েছিল। তবে পরের দুই সেশনে দৃঢ়তা ধরে রাখতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ও তৃতীয় সেশনে সমান তিনটি করে উইকেট তুলে নিয়ে প্রথম টেস্ট জয়ের কাজটা বেশ এগিয়ে রেখেছে ভারত। 

চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান। ভারতের ৫১৩ রানের লক্ষ্য থেকে এখনো ২৪১ রান দূরে স্বাগতিকেরা। আগামীকাল শেষ দিন ব্যাটিংয়ে নামবেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সাকিব ৬৯ বলে ৪০ রান করে অপরাজিত আছেন। আরেক প্রান্তে ৪০ বলে ৯ রান নিয়ে খেলছেন মিরাজ। 

দিনের শেষ সেশনে সেঞ্চুরি তুলে নেন জাকির হাসান। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে অভিষেকে চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন জাকির।

বাংলাদেশের অভিষেক টেস্টে এই কীর্তি গড়েন আমিনুল ইসলাম বুলবুল। পরে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরিতে তাঁর পাশে বসেন মোহাম্মদ আশরাফুল। ১০ নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেন আবুল হাসান রাজু। 

২২৪ বলে ১৩ চার ও ১ ছক্কায় জাকির ১০০ রানে আউট হলে দ্রুতই ২ উইকেট হারায় বাংলাদেশ। আউট হয়ে যান মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান। ২ চারে ৫০ বলে ৩০ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে যান মুশফিক। একই বোলারের বলে ৩ বলে ৩ রান করে স্টাম্পড হয়ে ফেরেন সোহান। দিনের শেষ এক ঘণ্টা মিরাজকে নিয়ে কাটিয়েছেন সাকিব। 

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ

এক ঘণ্টা আগে শুরু হবে বিপিএলের ফাইনাল

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরির পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা