হোম > খেলা > ক্রিকেট

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ লঙ্কান উইকেটরক্ষক ডিকভেলা

নিরোশান ডিকভেলাকে শ্রীলঙ্কার জার্সিতে সবশেষ দেখা গেছে গত বছর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে। এখন তাঁর জাতীয় দলে ফেরাটা পুরোপুরি অনিশ্চয়তার মুখে। ডোপিং ভায়োলেশন বা ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

এ বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালীন ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং টেস্ট গাইডলাইন অনুসারে ডোপি পরীক্ষায় ব্যর্থ হন ডিকভেলা। তদন্ত চলাকালীন তিনি কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না। তাঁর ডোপ কেলেঙ্কারি নিয়ে এসএলসির বিবৃতি, ‘অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে’। 

সদ্য সমাপ্ত এলপিএলে গল মার্ভেলসকে নেতৃত্ব দেন ডিকভেলা। ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। এই বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও দেখা যায়নি তাঁকে। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন এই লঙ্কান ক্রিকেটার। 

২০২১ সালে ইংল্যান্ড সফরে বায়ো-বাবল নিয়ম ভঙ্গ করে যে তিন লঙ্কান ক্রিকেটার নিষিদ্ধ হন তাঁদের একজন ডিকভেলা। এই নিষেধাজ্ঞায় পড়েছিলন কুশল মেন্ডিস ও দানুষ্কা গুনাতিলাকাও। 

ডিকভেলা শ্রীলঙ্কার হয়ে টেস্টে ২৭৫৭, ওয়ানডতে ১৬০৪ ও টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট