হোম > খেলা > ক্রিকেট

বিজয়কে থামাতে পারছেন না কেউই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এনামুল হক বিজয়ের ব্যাটে রানের ফল্গুধারা চলছেই। আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন আবাহনীর ওপেনার। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৫৩ রানের ইনিংস খেলেছেন বিজয়। তাঁর ১২৭ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে ৫টি ছক্কার মার রয়েছে। ৬২ বলে ৫ চারে পূর্ণ করেন ফিফটি। সেখান থেকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিতে পৌঁছাতে বিজয়ের দরকার পড়ে আর ৩৭ বল। ৩টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। 

তিন অঙ্ক ছুঁয়ে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় বিজয়কে। এক শ থেকে দেড় শতে যেতে খেলেন ২৬ বল। মারেন আরও ৩টি ছক্কা ও ৫টি চার। রুবেল হোসেনের বলে বিশাল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত ১৫৩ রানে ফেরেন। 

গত আসরের রানের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছেন বিজয়। এর মধ্যে করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি, নামের পাশে যোগ হয়েছে ৬০০ ছুঁইছুঁই রান। এখন পর্যন্ত লিগে সাত ম্যাচ খেলেছেন বিজয়। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে তাঁর রান ৫৭২। গত আসরে প্রাইম ব্যাংকের জার্সিতে ১৫ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে করেছিলেন রেকর্ড ১১৩৮ রান। এবারও সেই রেকর্ডের পথেই ছুটছেন বিজয়।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট