হোম > খেলা > ক্রিকেট

পিসিবির বোধোদয়, ইমরান খানকে রেখে নতুন ভিডিও 

পাকিস্তানের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভিডিওতে জায়গা হয়নি ১৯৯২ বিশ্বকাপের অধিনায়ক ইমরান খানের। 

ইমরানের জায়গা না হওয়ায় সমর্থক ও সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়ে পিসিবি। ইমরানকে না রাখায় পিসিবিকে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এতে করে বোর্ডটির বোধদয় হয়েছে। নতুন ভিডিও প্রকাশ করেছে পিসিবি। আগের ভিডিও সরিয়ে ২ মিনিট ৩৫ সেকেন্ডের নতুন ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে দেশটির বোর্ড। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বেশ কটি অ্যাঙ্গেলের ছবি ভিডিওতে যোগ করা হয়েছে। 

বিশ্বকাপে ইমরানের ব্যাটিংয়ের মুহূর্ত, জয়ের পর তাঁকে কাঁধে তোলার দৃশ্য, ট্রফি হাতে ধরার ছবিও জায়গা পেয়েছে। অথচ আগের ভিডিওতে তাঁর জায়গাই হয়নি। জায়গা না হওয়ার কারণ অবশ্য স্পষ্ট। রাজনৈতিক কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে ভিডিওতে রাখা হয়নি। 

তবে নতুন ভিডিও প্রকাশের সময় কেন ইমরানকে রাখা হয়নি তার ব্যাখ্যা দিয়েছে পিসিবি। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পিসিবি। এরই অংশ হিসেবে ২০২৩ সালের ১৪ আগস্ট একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ছোট হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়েছে। সংশোধন করে পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করা হয়েছে।’ 

ভিডিওতে ইমরানের সঙ্গে মিসবাহ–উল–হকও জায়গা পেয়েছেন। ২০১৬ সালে টেস্টের গদা হাতে তাঁর দৃশ্যটি জায়গা পেয়েছে। ভিডিওটির শুরুটা হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি দিয়ে। এরপর পাকিস্তানের টেস্ট অভিষেক, টেস্টে ফজল মেহমুদের ১২ উইকেট, হানিফ মোহাম্মদের ৩৩৭ রানের ঐতিহাসিক ইনিংস, জহির আব্বাসের ডাবল সেঞ্চুরি, ১৯৮৬ এশিয়া কাপে জাভেদ মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কা, ১৯৯২ বিশ্বকাপে ইমজামাম–উল–হকের ৬০ রানের ইনিংস, ১৯৯২ বিশ্বকাপ জয়, টেস্টে শচীন টেন্ডুলকারকে শোয়েব আখতারের বোল্ড করার দৃশ্য, ২০০০ সালে জেতা পাকিস্তানের প্রথম এশিয়া কাপ, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে, ২০১২ এশিয়া কাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়, পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে নিদা ডারের ১০০ উইকেটসহ আরও কিছু স্মরণীয় মুহূর্ত স্থান পেয়েছে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা