হোম > খেলা > ক্রিকেট

বার্সা তারকার বাবার কথায় পাত্তা দিচ্ছেন না জাভি

বার্সেলোনাতে ১০ নম্বর জার্সি পড়ে খেলেছেন কিংবদন্তি সব ফুটবলাররা। বর্তমানে বিশেষ এই জার্সি পরে মাঠে নামেন দলের তরুণ তারকা ফুটবলার আনসু ফাতি। তবে সাম্প্রতিক সময়ে নিয়মিত ম্যাচ না পাওয়ায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। তাতে ফাতির বাবা বোরি ফাতি ক্ষিপ্ত হয়ে রাগ ঝেরেছেন বার্সার ওপর। ফাতির বাবার কথায় অবশ্য পাত্তা দিচ্ছেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে খেলেছেন ৩৮ ম্যাচ। তবে ৩৮ ম্যাচের মধ্যে ১১ ম্যাচে ছিলেন শুরুর একাদশে, বাকি ২৭ ম্যাচ তিনি নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। বদলি খেলোয়াড় হিসেবে নামলেও বেশিক্ষণ খেলার সুযোগ পাননি তিনি। ফাতিকে কম সময় খেলানোয় গত বৃহস্পতিবার বার্সেলোনার ওপর ক্ষোভ ঝেরে স্প্যানিশ রেডিও কাদেনা কোপকে সাক্ষাৎকার দিয়েছিলেন বোরি ফাতি। লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফাতির বাবার মন্তব্য নিয়ে জাভি বলেন, ‘সে খুব শান্ত এবং মনযোগী। আমি শুধু ফাতির কথাই ভাবছি, তার বাবা কি বলছে সেটা কানে নিচ্ছি না।’ আমিও একই পরিস্থিতেই আছি। আমি বুঝতে পারছি সে তার ছেলের জন্য ভুগছে।’ 

লা মাসিয়া থেকে উঠে আসা ফাতিকে নিয়ে বড় স্বপ্ন দেখছিলেন বার্সেলোনার সমর্থকরা। কিন্তু দলে তেমন সুযোগ না পাওয়ায় ছেলেকে ক্লাব ছাড়ার পরামর্শও দিয়েছিলেন তাঁর বাবা। তবে ফাতির ওপর ভরসা রাখছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘আনসুর ওপর আমার বিশ্বাস আছে। সে সফল হোক সবার আগে সেটা আমিই চাই।’

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ব্যাটে-বলে সিলেটকে জেতালেন ‘জামাই’ মঈন আলী

জাতীয় দলে খেলতে কী করতে হবে আলিসকে

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

দুই বছর পর বিপিএলে ফিরেই ওয়াসিমের ফিফটি, নোয়াখালীর ছয় হার

‘আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক’

বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় আছেন দুই বাংলাদেশি