ঢাকা: কাল কি সত্যিই পৃথ্বী শ কোনো শপিং মলে অনেক কেনাকাটা করেছিলেন? না হলে কেন একটি মেয়ে তাঁকে স্যুটকেস পাঠাতে চাইবেন?
না, পৃথ্বী কোনো শপিং মলে যাননি। তবুও কেন তাঁর স্যুটকেস লাগবে? ঘটনাটা শুনুন। কাল আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে পাঁচটি পুরস্কার পেয়েছেন পৃথ্বী। পুরস্কারগুলো নিতে যেন কোনো ‘কষ্ট’ না হয়, স্যুটকেস পাঠাতে চেয়েছেন তাঁর প্রেমিকা প্রাচী সিং।
কলকাতার বিপক্ষে ১৫৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন পৃথ্বী। ইনিংসের প্রথম ওভারেই শিবম মাভিকে ছয়টি চার মারেন দিল্লি ক্যাপিটালস ওপেনার। ১৮ বলে তুলে নেন ফিফটি। ২১ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় দিল্লি । ম্যাচ শেষে পৃথ্বীর হাতে ওঠে পাঁচ–পাঁচটি পুরস্কার।
ইনস্টাগ্রামে যা–ই লিখুন, প্রাচী-পৃথ্বী কেউই তাঁদের প্রেমকাহিনি স্বীকার করেননি। স্বীকার না করলেও প্রেমিকের প্রতি তাঁর ভালোবাসা তো আর গোপন থাকেনি! মানুষ কি এমনি বলে, প্রেম কখনো গোপন থাকে না!