হোম > খেলা > ক্রিকেট

অস্বাস্থ্যকর ড্রেসিংরুম নিয়ে পাপনের সঙ্গে একমত নন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্কের টানাপোড়েন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে, দুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন নাজমুল হাসান পাপন। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য বিসিবি সভাপতির এমন মন্তব্যের সঙ্গে একমত নন।

তামিমের দাবি, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের আবহ বেশ ভালো। আজ সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয়, দলের আবহ খুবই ভালো। আজকে থেকে না, অনেক দিন ধরেই ভালো। যেটার ফলও আপনারা দেখছেন। আমরা সব সময় ওয়ানডেতে ভালো ছিলাম, সব সময় বলব না, গত পাঁচ-ছয় বছর ধরেই ভালো করছি। সবশেষ পাঁচ-ছয়টা সিরিজ যদি দেখি, আমরা বেশির ভাগই জিতেছি। যখনই একটা আনন্দময় ড্রেসিংরুম থাকে বা একটা আনন্দময় পরিবেশ থাকে, তখনই এসব জিনিস সহজ হয়। আমি তাই কোনো পরিবর্তন দেখছি না। ঠিক এক বছর আগে যেরকম ছিল, এখনো সেরকমই আছে। কোনো কিছু (পরিবর্তন) নেই।’

সাকিব-তামিম দ্বন্দ্বের কারণে বাংলাদেশ দলের ড্রেসিংরুম বিভক্তের কথাও এসেছে পাপনের সাক্ষাৎকারে। তবে তামিম জানিয়েছেন, দলের সবার সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। এমনকি দলের যেকোনো প্রয়োজনে সাকিবের পরামর্শও নেন তামিম। ভালো সম্পর্ক বোঝাতে দলের সবার সঙ্গেই ডিনারে যাওয়ার বিষয়ও এনেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি তাসকিনের সঙ্গে ডিনারে যাই, তাইজুল, মিঠুন, শান্তর সঙ্গেও যাই। আমার অনেক বন্ধু। মুশফিকের সঙ্গেও ডিনারে যাই। বন্ধু...দেখেন, এটা পেশাদার জায়গা। আমার কাছে মনে হয়, যে সবার সঙ্গে সবার সম্পর্ক একই লেভেলে আপনার থাকবে না। আমি নিশ্চিত, আপনার অফিসে সবার সঙ্গে একই সম্পর্ক নেই।’

ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি নিয়েও কথা হচ্ছে। পাপন নিজেই বলেছেন, এটা তামিমের পছন্দ ছিল। তবে দল নির্বাচনের এসব বিষয় বাইরে আসা সমীচীন নয় বলেন মনে করেন তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘দল নির্বাচনের বৈঠকে অনেক আলোচনা হয়। মত বিরোধ থাকে। কিন্তু আমরা একটা দল। ওখান থেকে (বৈঠক থেকে কথা বাইরে আসা) বের হয়ে আসা স্বাস্থ্যকর নয়। তাইজুলকে ভারত সিরিজে না দেখে অবাক হয়েছি। আমি সব সময় পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছি। নাসুমও দারুণ। টি-টোয়েন্টিতে দুর্দান্ত। অল্প সুযোগ পেয়েও ওয়ানডেতে ভালো করেছে। কিন্তু আমরা মনে করেছি, তাইজুল বেশি ভালো হবে (ইংল্যান্ড সিরিজে)। এটা তামিম একাদশের অধিনায়ক হলে পছন্দ-অপছন্দ আসত...কিন্তু আমি বাংলাদেশ দলের অধিনায়ক। আমার কাছে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।’

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা