হোম > খেলা > ক্রিকেট

মুশফিকের জায়গা নেবেন সোহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপ শেষে দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ২০ ওভারের ক্রিকেটে টানা ব্যর্থতায় এমন সিদ্ধান্ত নেন তিনি। বিশ্বকাপের আগে মুশফিকের এমন ঘোষণা দলে বড় শূন্যতা মনে করলেও বিকল্প হিসেবে নুরুল হাসান সোহান তৈরি আছেন বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিকের অবসর প্রসঙ্গে সুমন বলেছেন, ‘নিশ্চতভাবে বড় শূন্যতা তৈরি হয়েছে। মুশফিকের শূন্যতা পূরণ অতটা সহজ হবে না। কারণ, বিগত বছরগুলোতে মুশফিক বাংলাদেশের দলে অনেক অবদান রেখে এসেছে।’ 

টি-টোয়েন্টিতে কিপার-ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নুরুল হাসান সোহান। মুশফিকের শূন্যতা তাঁর মাধ্যমে পূরণ হবে বলে আশা সুমনের, ‘মুশফিক এই সংস্করণ থেকে সরে গেছে, সোহান ফিরে (চোট কাটিয়ে) এসেছে। সোহান সম্ভবত মুশফিকের জায়গা নিয়ে নেবে।’ 

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে নতুন কাউকে দলে রাখা হবে কি না, এমন প্রশ্নে এই নির্বাচক বলেছেন, ‘আমরা বেশ কয়েকজনকে নিয়ে চিন্তা করছি। সবাই আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আগে যারা ভালো খেলেছেন, বর্তমানে যারা খেলছে। সামনে যারা খেলতে পারে, আমরা যখন দল করি সবাইকে নিয়েই চিন্তা করি। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড