হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে নিয়ে ভাবছে না বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নানা নাটকীয়তা ও চমকের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন সাকিব আল হাসান। ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেট থেকে সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি। সাকিবকে ছাড়াই এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ নিয়ে পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশকে। এই সফরে সাকিবকে মিস করলেও তাঁকে নিয়ে এখন আর ভাবছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

দক্ষিণ আফ্রিকা ছাড়ার আগে আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন সুমন। সেখানে তাঁকে কথা বলতে হয়েছে সাকিব প্রসঙ্গেও। সুমন বলেন, ‘সাকিবকে অবশ্যই মিস করব। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সাকিব দলে থাকলে দলের ভারসাম্য অনেক ভালো থাকে। লম্বা সময় ধরে সে আমাদের অন্যতম সেরা পারফরমার। তবে এখন আমি এটা নিয়ে ভাবছি না। এখন আমাদের যে দলটা আছে সেটা নিয়েই ভাবছি। আমাদের বিশ্বাস, এই দলটা নিয়েই আমরা ভালো পারফর্ম করতে পারব।’ 

 ‘সব সময় আপনি সেরা খেলোয়াড়কে পাবেন না। তাঁর জায়গায় যিনি খেলছেন তিনিই আপনার সেরা খেলোয়াড়। তাঁকে নিয়েই আপনার চেষ্টা করতে হবে। এর আগেও আমরা সেরা খেলোয়াড়কে ছাড়া ভালো করেছি। আমার বিশ্বাস, যারা দলে আছেন তারা ভালো করতে পারবেন।’ যোগ করেন সুমন। 

দক্ষিণ আফ্রিকা সফর কতটা চ্যালেঞ্জিং জানতে চাইলে সুমন আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার এখনকার দলটা যথেষ্ট ভালো। কন্ডিশনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। তবে আপনি যদি আমাদের ওয়ানডের ছন্দটা দেখেন, একটু আশাবাদী তো হতেই পারি। সেই আশা নিয়েই যাচ্ছি। আমরা জানি যে, আমাদের কাজটা কঠিন হবে। ওরা ওদের সেরা দলটা নিয়েই আমাদের সঙ্গে নামছে। এবার ওরা সেরা ভেন্যুতে খেলাগুলো দিচ্ছে। এবার ওরা বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে ছন্দে আছে, সেটা যদি ধরে রাখতে পারি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবে এই সফরে ভালো কিছু আমরা আশা করতে পারি।’ 

নিজেদের প্রস্তুতি নিয়ে সুমন আরও বলেন, ‘এর চেয়ে ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। আরেকটু আগে গেলে হয়তো আরেকটু ভালো হতো। কারণ, কন্ডিশন একেবারেই আলাদা। সেখানে বেশি সময় কাটাতে পারলে, দুই-একটি প্রস্তুতি ম্যাচ বেশি খেলতে পারলে সেটা অনেক সাহায্য করতে পারত। তবে যেটুকু প্রস্তুতির সময় পাব, তার মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে। 

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও