হোম > খেলা > ক্রিকেট

হাথুরু-সুজন-শ্রীরাম, কার কী কাজ

নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।

তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল।  সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে।  আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’

পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’

এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন