হোম > খেলা > ক্রিকেট

প্রথমবার যে সিরিজে স্পনসর পেল বিসিবি

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দলের সিরিজের স্পনসর হাতে বিসিবির কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার গ্রুপের পণ্য সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। এবারই প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় নারী সিরিজের জন্য স্পনসর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বিসিবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আগের কোনো দ্বিপক্ষীয় নারী দলের সিরিজে বিসিবি স্পনসর পায়নি। তবে এবার স্কয়ার গ্রুপের এই সহযোগিতা আমাদের জন্য দারুণ এক প্রাপ্তি। আশা করি, ভবিষ্যতেও তারা আমাদের নারী ক্রিকেটের পাশে থাকবে।’

প্রথমবারের মতো তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই সিরিজের সব ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। সিলেটে ৫, ৭ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

স্পনসর ঘোষণার আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের হেড হাবিবুল বাশার সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুন্ড।

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের