হোম > খেলা > ক্রিকেট

তামিম-বিজয়ের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বড় জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। লিস্ট এ ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবালও। দু’জনের জোড়া সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দশ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতেই ২২৯ রানে ইনিংস গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে ১৪০ বল বাকি থাকতেই জিতে যায় প্রাইম ব্যাংক। দলের হয়ে ১১২ রানে অপরাজিত বিজয়ের সঙ্গী তামিম করেন ১০৯ রানে।

রান তাড়ায় দাপুটে শুরু করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও বিজয়। শুরু থেকে রূপগঞ্জের বোলার ওপর তোপ ঝাড়েন তারা। রেকর্ডের সামনে থাকা বিজয় ৭০ রান করেই ছুঁয়ে ফেলেন লিস্ট এ ক্রিকেটে হাজার রানের মাইলফলক। 

রূপগঞ্জের বিপক্ষে হেসে খেলেই সেঞ্চুরি করেন তামিমও। আগের ম্যাচে ৯০ রানে ফেরা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১০৯ রানে। অপর প্রান্তে থাকা বিজয় ৮৪ বলে করেন অপরাজিত ১১২ রান। দু’জনের ২৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দশ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ