হোম > খেলা > ক্রিকেট

ভারত সিরিজে বিশ্রামে শরীফুল, চমক জাকের

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতেই পারেননি শরীফুল ইসলাম। এবার সেই শরীফুলকে বিশ্রাম দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ। এই টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। ১৬ সদস্যের দলে জাকেরের নামটাই বড় চমক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও টেস্টে কোনো ম্যাচ খেলেননি তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি। কদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের। 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ের সঙ্গে থাকছেন আরও দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই সিরিজে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম দুই নায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। 

স্পিন ও পেস আক্রমণের সমন্বয় বাংলাদেশ রেখেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব-মিরাজের সঙ্গে আছেন  তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনাররা। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। 

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক

নিজেদেরই ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল