হোম > খেলা > ক্রিকেট

নায়কের খোঁজে সাকিব

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। আগামীকাল সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাসকিনের মতো বাংলাদেশের নায়ক হবেন কে সেই খোঁজ করছেন সাকিব। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন তিনি। 

বাংলাদেশ দলে অনেকেই আছেন, যাঁরা হিরো হতে পারেন এমনটি মনে করছেন সাকিব। এ বিষয়ে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টামের খেলা। তাই মোমেন্টামটা ধরার সঙ্গে সেটা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতে পারফরমারের সংখ্যা খুব বেশি থাকে না। কম পারফরমার থাকে, কিন্তু পারফরম্যান্সটা বড় করতে হয়। আশা করছি কালকে আর একটি সুযোগ থাকছে। যারা একাদশে খেলবে তাদের মধ্যে কারও একজন হিরো হওয়ার সম্ভাবনা আছে। এই হিরোটা কে হবে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ 

সাকিবের বিশ্বাস, আগামীকালের ম্যাচেও কেউ একজন হিরো হবেন। তিনি ক্রিকেটারদের ওপর বিশ্বাস রেখে বলেছেন, ‘ওপেনারদের সুযোগ আছে বিশ ওভার ব্যাটিং করার। তাই কেন তারা করতে পারবে না? বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা বোলাররা ডাচদের বিপক্ষে যেভাবে বোলিং করেছে, কেন আমরা ১০ উইকেট নিতে পারব না?’ 

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলার কথাও বলেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের মানসিকতাই থাকবে এমন যে, আমরা খোলা মনে খেলাটা উপভোগ করতে চাই। আর অবশ্যই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলতে চাই। আর দিন শেষে অবশ্যই হাসিমুখে ফিরতে চাই।’ 

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। 

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা