হোম > খেলা > ক্রিকেট

আম্পায়ার আউট না দিলেও নিজেই মাঠ ছাড়লেন ডি কক

আম্পায়ারদের সিদ্ধান্তে ক্রিকেটারদের অসন্তুষ্টি ক্রিকেট মাঠের পরিচিত দৃশ্য।  তবে কখনো কখনো স্পিরিট অব ক্রিকেটের দৃশ্যও চোখে পড়ে। এই যেমন গতকাল আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আর পাঞ্জাবি কিংসের ম্যাচের স্পিরিট অব ক্রিকেটের দারুণ প্রদর্শনী দেখালেন ডি কক। আম্পায়ার আউট না দিলেও নিজে থেকেই হেঁটে মাঠের বাইরে চলে গেছেন লক্ষ্ণৌর উইকেটরক্ষক ব্যাটার ডি কক।

লক্ষ্ণৌর ইনিংসের ১২.৪ ওভারে সন্দীপ শর্মার বলে উইকেটরক্ষক জিতেশ শর্মার গ্লাভসের ধরা পড়েন ডি কক। বোলার ও উইকেটরক্ষকসহ পাঞ্জাব ক্রিকেটারদের অনেকেই আউটের আবেদন জানান। তবে আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি।

 বল যে ব্যাটের কানা ছুঁয়েছে, সেটা ব্যাটার ঠিকই বুঝতে পেরেছে। তাই আর কালক্ষেপণ না করে আম্পায়ার আউটের সংকেত না দিলেও মাঠ ছাড়েন প্রোটিয়া তারকা। ডি কক মাঠ ছাড়ার সময় বোলার সন্দীপ শর্মাকে তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন। ৪টি চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন ডি কক, যা লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান। শেষ পর্যন্ত অবশ্য পাঞ্জাবের কাছে ২০ রানে হেরে যায় ডি ককের দল লক্ষ্ণৌ।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল