হোম > খেলা > ক্রিকেট

সেশনটা নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রথম সেশনে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন নাঈম হাসান। তবে দ্বিতীয় সেশনে দিক হারিয়ে ফেলেন এই স্পিনার। সুযোগ কাজে লাগিয়ে লঙ্কানদের স্কোর বাড়িয়ে নেন দুই ব্যাটার কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস। এরপর লম্বা স্পেলে লঙ্কানদের স্কোর আটকে রাখেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। 

আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ১৫৮ রান। ২ উইকেটে প্রথম সেশনে ৭৩ রানের পর দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে আরও ৮৫ যোগ করে করুণারত্নের দল। 

খানিকটা পিছিয়ে থেকে প্রথম সেশন পার করে শ্রীলঙ্কা। রানপ্রসবা উইকেটেও বাংলাদেশের বড় প্রাপ্তি ছিল উদ্বোধনী দুই ব্যাটারদের ফেরানো। মধ্যাহ্ন বিরতির পর উইকেট আগলে রেখে জুটি গড়েন মেন্ডিস ও ম্যাথুস। শুরুতে নাঈমের কাছ থেকে দ্রুত রান আদায় করে নিলেও পরে খানিকটা সতর্কতার সঙ্গে ব্যাটিং করেন তাঁরা। 

৩৫ ওভারের পর সাকিবের সঙ্গে বোলিংয়ে আনা হয় তাইজুলকে। ২০ ওভারের এই স্পেলে মাত্র ১৯ রান দেন এই দুই বাঁহাতি স্পিনার। তাঁদের দারুণ ঘূর্ণিতে বেশ সতর্ক ছিলেন দুই লঙ্কান ব্যাটার। নিজের ১০ ওভারে ৫টি মেডেন দিয়ে ৯ রান দেন সাকিব।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ