রেকর্ড পরিমাণ মূল্যের চুক্তি করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১.০২ বিলিয়ন মার্কিন ডলারের (১০ হাজার ৫৪৭ কোটি ৬৯ লাখ টাকা) সম্প্রচার চুক্তি স্বাক্ষর করল সিএ।
চুক্তির অধীনে পে টিভি ফক্সটেল গ্রুপ এবং সেভেন ওয়েস্ট মিডিয়ার সঙ্গে আরও সাত বছর কাজ করবে সিএ। ২০২৪ এর মাঝামাঝি নতুন এই চুক্তি শুরু হবে, যখন বর্তমান ছয় বছরের চুক্তি শেষ হবে। ঘরের মাঠের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ঘরোয়া বিগ ব্যাশ লিগ তারা সম্প্রচার করতে পারবে। সেখানে বিগ ব্যাশের ম্যাচের সংখ্যা ৬১ থেকে কমিয়ে ৪৩ এ নিয়ে আসা হবে।
সিএএর প্রধান নির্বাহী নিক হকলি মনে করেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট এতে আর্থিকভাবে অনেক লাভবান হবে। হকলি বলেন, ‘ফক্সটেল গ্রুপ এবং সেভেনের সঙ্গে সম্প্রচার অংশীদারত্ব চালিয়ে যেতে পেরে আমরা খুব খুশি। অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য এটা বাণিজ্যিকভাবে ভালো ফল বয়ে আনবে। নিজেদের অনুষ্ঠান, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের সুযোগ দিয়ে ক্রিকেটকে শক্তিশালী করতে পারি।’