হোম > খেলা > ক্রিকেট

শান্ত-লিটনকে কিনলই না লঙ্কা প্রিমিয়ার লিগের কোনো দল

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত-কেউই নেই ছন্দে। বাংলাদেশের দুই ক্রিকেটারের কাউকে কেনেনি লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোনো দল।

২০২৪ এলপিএলকে সামনে রেখে আজ হয়েছে নিলাম। ড্রাফটে ছিল লিটনের নাম। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ৩৫ লাখ ১৫ হাজার টাকা। তবে এলপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। শান্তর প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোভাব ছিল একই রকম। 

চলতি বছর সাদা বলের ক্রিকেটে লিটন বেশ ভুগছেন। আন্তর্জাতিক ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) কোথাও তিনি আশানুরূপ কিছু করতে পারেননি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি—এরই মধ্যে বাংলাদেশ দলের একাদশ থেকেও দুইবার বাদ পড়ার ঘটনা রয়েছে এই বছর। টেস্ট, ওয়ানডে মিলে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এ বছর খেলেছেন ৮ ম্যাচ। করেছেন ৭৯ রান, তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুই জন। তাসকিন আহমেদকে ৫৮ লাখ ৬০ হাজার টাকায় কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। লিটনের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তর মতো তারকারা। যেখানে গত এলপিএলটা দুর্দান্ত কেটেছিল হৃদয়ের। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইকরেটে করেন ১৫৫ রান। লিটন অবশ্য গত মৌসুমেও ব্যর্থ ছিলেন। গল টাইটানসের জার্সিতে ৩ ম্যাচে করেন ৩৪ রান।

২০২০ থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। জাফনা জিতেছে তিনবার। একবার জিতেছে বি-লাভ ক্যান্ডি। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। কলম্বো স্ট্রাইকার্স, বি-লাভ ক্যান্ডি, ডাম্বুলা থান্ডার্স, গল মার্ভেলস, জাফনা কিংস—পাঁচ দল নিয়ে হবে এবারের এলপিএল।

আরও পড়ুন:

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...