হোম > খেলা > ক্রিকেট

আইসিসি কি ঘুমিয়ে, ইনজামামের প্রশ্ন

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে সব দল। বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত সূচি পার করছে। নিউজিল্যান্ড দল বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। কিন্তু আইপিএলের কারণে সিরিজগুলো খেলবে না নিউজিল্যান্ডের বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আর এতেই বেশ খেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক। প্রশ্ন তুলেছেন তিনি আইসিসির ভূমিকা নিয়েও।

নিজের ইউটিউব চ্যানেলে এমন ক্ষোভ প্রকাশ করেন ইনজামাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলে নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার আইপিএল খেলবে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাকিস্তান যেখানে যাচ্ছে সেই দেশের মূল ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না। সামনেই নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু নিউজিল্যান্ডের আট ক্রিকেটার আইপিএল খেলবে বলে নাম তুলে নিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সফরে কোভিডের কারণে প্রথম সারির ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ পায়নি পাকিস্তানের ক্রিকেটাররা।’ 

ইনজামাম আইসিসিরও সমালোচনা করেন। আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিয়ে ক্রিকেটাররা টি–টোয়েন্টি লিগ খেলছে অথচ আইসিসি কোনো পদক্ষেপ না নিয়ে কী বার্তা দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। তিনি বলেছেন, ‘পাকিস্তান ঠিকঠাক অনুশীলনই করতে পারছে না। তারা আসল প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে না। আইসিসি কী করছে? কী বার্তা তারা দিচ্ছে গোটা বিশ্বকে? তারা কি ঘুমিয়ে আছে? চোখের সামনে দেখা যাচ্ছে ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচের বদলে ব্যক্তিগত লিগকে গুরুত্ব দিচ্ছে। তবু আইসিসি কিছু করছে না। এতে আন্তর্জাতিক ক্রিকেটের মান কমে যাচ্ছে।’ 

বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসার কথা আছে নিউজিল্যান্ডের। এই সফরে নিউজিল্যান্ড যে দল ঘোষণা করেছে তাতে কেন উইলিয়ামসন– ট্রেন্ট বোল্টের মতো তারকারা নেই। অথচ আইপিএলে ঠিকই খেলবেন উইলিয়ামসন–বোল্টরা।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

প্রয়াত জাকির পরিবর্তে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার