হোম > খেলা > ক্রিকেট

লর্ডসের বদলা আবুধাবিতে নিল নিউজিল্যান্ড

২০১৯ বিশ্বকাপের টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে লর্ডসে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল নিউজিল্যান্ড। সংস্করণ ভিন্ন হলেও, আজ আবুধাবিতে ইংল্যান্ডকে হারিয়ে সেই ‘প্রতিশোধ’ নিল কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংলিশদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কেন উইলিয়ামসনের দল। 

ইংলিশদের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। ১৩ রানের মধ্যে দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারায় তারা। ইনিংসের মাত্র তৃতীয় বলে ক্রিস ওকসের বলে চার রান করে ফেরেন মার্টিন গাপটিল। গাপটিলের পথ অনুসরণ করেন কেন উইলিয়ামসনও। রানের সঙ্গে ডট বলের চাপ মেটাতে স্কুপ করতে গিয়ে ওকসের বলে আদিল রশিদকে ক্যাচ দিয়ে আউট হন কিউই অধিনায়ক (৫)। 

তবে তৃতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ে আর ডেরিল মিচেল নিউজিল্যান্ডের ফাইনালের আশা বাঁচিয়ে রাখেন। দুজনের ৮২ রানের জুটি ভাঙলে কিছুটা হতাশা তৈরি হয়। ৩৮ বলে ৪৬ রান করে লিভিংস্টোনের বলে বিদায় নেন কনওয়ে। তাঁর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্লেন ফিলিপসও (২)। তবে উইকেটে নেমেই ম্যাচ জমিয়ে তোলেন জিমি নিশাম। ক্রিস জর্ডানের ১৭ তম ওভার থেকে ২৩ রান নেন এই বাঁহাতি ব্যাটার। নিশামের ১০ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসই মূলত ম্যাচের চিত্র বদলে দেয়। তবে নিশামের বিদায়ের পর কিউইদের জয় আসল কারিগর ডেরিল। ৪৮ বলে ৭৩ রানের হার না মানা এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। 

এর আগে টস জিতে ইংল্যান্ডকে ফিল্ডিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। জস বাটলারের সঙ্গে চোটে পড়া জেসন রয়ের পরিবর্তে ওপেনিংয়ে উঠে আসেন জনি বেয়ারেস্টো। ৫.১ ওভারে ইংলিশদের ৩৭ রানের ভালো শুরু এনে দেন দুজন। উইকেটে ছটফট করতে থাকা বেয়ারেস্টোকে ১৩ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন অ্যাডাম মিলনে। 

বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা বাটলারকেও বেশিক্ষণ টিকতে দেননি ইশ সোধি। ২৯ রানের পথে বাবর আজমকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রাহক এখন বাটলার (২৬৯)। ৫৩ রানে ২ উইকেট হারানোর পরও ইংলিশদের ম্যাচে রাখেন ডেভিড মালান আর মঈন আলী। তৃতীয় উইকেটে এ দুজনের জুটি থেকে আসে ৬৩ রান। 

তবে ৪১ রান করে মালানের বিদায়ের পর ইংলিশদের স্কোর ১৫০ ছাড়াতে বড় ভূমিকা রাখে মঈন আর লিয়াম লিভিংস্টোন জুটি। দুজনের ২৬ বলের জুটি থেকে আসে ৪০ রান। ৩৭ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মঈন। এক ছক্কা আর এক চারে ১০ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন। 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা