হোম > খেলা > ক্রিকেট

আলিস ‘পাস’, বাদ দিচ্ছেন একটা ডেলিভারি

আজকের পত্রিকা ডেস্ক­

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস আল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিপিএল চট্টগ্রাম পর্বে চিটাগং কিংসের রহস্যময় স্পিনার আলিস ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অন-ফিল্ড আম্পায়াররা। এই বিষয়টি স্পষ্ট করতে আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছে।

সকালেই মিরপুরের একাডেমি মাঠে হাজির হন আলিস। পরীক্ষার আগে নেট সেশনে কিছু সময় বোলিং অনুশীলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমার অফ স্পিনের ক্রস সিম ডেলিভারিটা নিয়ে প্রশ্ন উঠেছে। নাসির উদ্দিন নাসু ভাইয়ের (বোলিং অ্যাকশন রিভিউ কমিটির ম্যানেজার) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এ নিয়ে আমি নিজেও কিছুদিন কাজ করেছি। চেষ্টা করছি ওই ডেলিভারিটি না করার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার গড়তে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা নিতে হবে।’

যিনি পরীক্ষার ফল দেবেন, সেই নাসু নিজেই বিপিএলে আলিসের দল চিটাগং কিংসের টিম ডিরেক্টর। বিসিবির টেকনিক্যাল কমিটির সূত্র অনুযায়ী, আলিস যেহেতু প্রশ্নবিদ্ধ ডেলিভারিটা বাদ দিতে চাইছেন, আপাতত তিনি ‘পাস’, বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে তাঁর আর বাধা নেই।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ