সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ এক জয়ে বছর শেষ করেছিল ভারত। তবে বিরাট কোহলিদের নতুন বছরটা শুরু করতে হচ্ছে জরিমানার খবর শুনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে প্রোটিয়াদের বিপক্ষে জয়ে পুরো ১২ পয়েন্টই পেয়েছিল ভারত।
জরিমানাটা গেছে মহাগুরুত্বপূর্ণ পয়েন্টের ওপর দিয়েই। স্লো-ওভার রেটের জন্য এক পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ভারতের। সেঞ্চুরিয়ন টেস্টে নির্ধারিত সময়ে একটি ওভার কম করেছেন মোহাম্মদ শামি-জসপ্রিত বুমরারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভার রেটের জন্য কাটা হবে একটি করে পয়েন্ট। কোহলিদের কপাল পুড়েছে সেখানে। জরিমানা অবশ্য পয়েন্ট কাটায় সীমাবদ্ধ থাকেনি। পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন। ভারতীয় অধিনায়ক শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পয়েন্ট ৫৩।