হোম > খেলা > ক্রিকেট

আইসিসির বিরুদ্ধে আপিল করল পিসিবি

গত বছরের ডিসেম্বরে রাওয়ালপিন্ডির পিচকে ডিমিরিট পয়েন্ট দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করল পিসিবি।

২০২২ এর ১ থেকে ৫ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে হয়েছিল পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্ট। রানবন্যার ম্যাচে ৭৪ রানে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। তখন রাওয়ালপিন্ডির এই পিচকে ‘গড়পড়তা’ আখ্যা দিয়েছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাইক্রফট তখন বলেছিলেন, ‘পিচ পুরো ফ্ল্যাট ছিল। বোলারদের জন্য কিছু ছিলই না বলতে গেলে। একারণে ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলেছিল এবং দুই দলই অনেক রান করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে পিচের পরিবর্তন খুব কমই হয়েছে।’

রাওয়ালপিন্ডির পিচ ২০২২ সালে আরও একবার ডিমিরিট পয়েন্ট পেয়েছিল। ৪ থেকে ৮ মার্চ হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচে উইকেট পড়েছিল ১৪ টি। রান হয়েছিল ১১৮৭ রান। তখন ‘গড়পড়তা’ বলেছিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে।

পাকিস্তান-ইংল্যান্ড টেস্টের পর রাওয়ালপিন্ডিতে  আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের দুটো টেস্ট ম্যাচই হয়েছে করাচিতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সম্পূর্ণটাই হবে করাচিতে। ওয়ানডে তিনটি হবে ৯,১১ ও ১৩ জানুয়ারি। 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ