থুর্স্টানে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কা মেয়েদের ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের ‘এ’ দলের মেয়েরা। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে হয়েছিল পরিত্যক্ত। আজও বৃষ্টির করণে দেরি হয় ম্যাচ শুরু হতে। অফিশিয়ালরা ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ করেন ২০ ওভার।
আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১১৩ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। জবাবে দিলারা আক্তার, মুরশিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতির কার্যকর ইনিংসের সৌজন্যে ১২ বল হাতে রেখেই ১১৪ রানের লক্ষ্য তাড়া করেছে বাংলাদেশ ‘এ’ দল। দারুণ জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে তারা।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক সাথিয়া সন্দ্বীপানি। ফাহিমা খাতুন ও অধিনায়ক রাবেয়া খানের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে ২৭ রানে টপ অর্ডার হারায় স্বাগতিকেরা। তারপর মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় স্কোরটা ১০০ পেরোয়।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সন্দ্বীপানি। ৩৬ বলে ২২ রান আসে পিয়ুমি ওয়াতসালার ব্যাট থেকে। ১৪ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন মালশা শেহানি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাবেয়া ও ফাহিমা।
১১৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই ওপেনার শামীমা সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন দিলারা ও মুরশিদা।। ৩৪ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়েছেন দিলারা। ৩টি চার ও ২টি ছক্কা ছিল তাঁর ইনিংসে।
তারপর দ্রুত ফেরেন মুরশিদা (৩০)। ৩৫ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দলের জয় নিশ্চিত করেন জ্যোতি ও রিতু মণি। জ্যোতি ২৪ ও রিতু ১১ রানে অপরাজিত থাকেন। লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন চেতানা বিমুক্তি ও নিমেশা মাদুশানি।