হোম > খেলা > ক্রিকেট

নতুন মাইলফলক ছুঁলেন লায়ন

ম্যাচ শুরুর আগেই শ্রীলঙ্কা পুরো টেস্ট সিরিজটাই উৎসর্গ করেছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শের্ন ওয়ার্নকে। সেই ম্যাচে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়ে সিরিজ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দলের দুর্দান্ত জয়ের দিনে নতুন মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ান। 

গল টেস্টে স্পিন উইকেট পেয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ ধসে দিয়েছেন লায়ান। দুই ইনিংসে মোট ৯ উইকেট শিকার তাঁর। এতেই দারুণ এক সুখবর পেলেন লায়ান। এই সংস্করণে বোলারদের তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন লায়ান।

এর আগে সেরা দলে ছিলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। এবার তাঁকে ছাড়িয়ে গেছেন লায়ান। স্পিনারদের মধ্যে তিনি অবশ্য পঞ্চম। অস্ট্রেলিয়ার হয়ে ১০৯ টেস্ট খেলে ৪৩৬টি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলের ১৩১ টেস্টে উইকেট সংখ্যা ৪৩৪ টি। 

গল টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামেন অস্ট্রেলিয়ান উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। প্রথম চার বলে খেলা শেষ করেন ওয়ার্নার। অজিদের ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন ছক্কা হাঁকিয়ে।

সিরিজের শুরু থেকেই ব্যাটিংয়ে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২১২ করলেও দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটাররা করলেন ১১৩ রান। দুই ইনিংস মিলে লঙ্কানদের একটি ফিফটি আসে নিরোশান ডিকভেলার ব্যাটে। অস্ট্রেলিয়ার হয়ে ৯ উইকেট নিয়ে সেরা বোলার অফ স্পিনার লায়ন। 

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩২৩ রান। উসমান খাজা ও ক্যামেরুন গ্রিন ফিফটি করেন। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস নেন ৪ উইকেট।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালের যে রেকর্ড ভাঙল অ্যাশেজে

মেলবোর্নে প্রথম দিনে দুবার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বিপদে ইংল্যান্ড

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়