হোম > খেলা > ক্রিকেট

সাকিবের শাস্তি কমানোর আবেদন করল মোহামেডান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : ডিপিএলে আচরণবিধি ভঙ্গের দায়ে শান্তি পাওয়া সাকিব আল হাসানের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাস্তি মওকুফের জন্য বিসিবি বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচের সময় এলবিডব্লুর আবেদনে সাড়া না দেওয়ায় লাথি দিয়ে স্টাম্প ভাঙেন সাকিব। খানিক পরে বৃষ্টিবাধায় আম্পায়ার খেলা বন্ধ করলে রেগেমেগে মোহামেডান অধিনায়ক স্টাম্প উপড়ে আছাড় মারেন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। মোহামেডান স্পোর্টিং সাকিবের ম্যাচ নিষেধাজ্ঞা মওকুফের আবেদন জানায়। আলী হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিসিবির সভাপতি বরাবর মোহামেডান সাকিবের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছে। বোর্ড যদি চায়, শাস্তি মওকুফ করতে পারে। বিষয়টি এখন পুরোপুরি বোর্ডের বিবেচনার ওপর নির্ভর করবে। সিসিডিএমের এখানে কিছু করার নেই।’

চিঠিতে শাস্তি কমানোর বিষয়ে উল্লেখ করে মোহামেডান লেখে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব ও সাকিব আল হাসান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে। বিসিবির খেলোয়াড় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তক্রমে সাকিব আল হাসানের ওপর আনীত অর্থদণ্ড বহাল রেখে তিন ম্যাচ খেলা থেকে বিরতি থাকার বিষয়টি প্রত্যাহার করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি