২০২৩ বিশ্বকাপে কোনো কিছুই যে বাংলাদেশের পক্ষে যাচ্ছে না। সবার আগে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল সাকিব আল হাসানের দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনোটিতেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। কোনো তালিকাতেই প্রথম দিকে নেই বাংলাদেশের নাম।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। শুধু গতকালের ম্যাচই নয়, টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফিল্ডিং করে আসছে ভারত। গতকাল পর্যন্ত হওয়া টুর্নামেন্টের ৩৩ ম্যাচে ৩১ ক্যাচের মধ্যে ভারতীয় ফিল্ডাররা ধরেছেন ২৫টি ক্যাচ। তাতে প্রায় ৮১ শতাংশ ক্যাচ ধরতে পেরেছে ২০২৩ বিশ্বকাপের আয়োজক দল। ক্যাচ ধরার সফলতার তালিকায় ৩ নম্বরে রয়েছে রোহিত শর্মার দল। ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছেড়ে উসামা মীর বেশ ট্রলের শিকার হলেও পাকিস্তান দলই ক্যাচ ধরার সফলতায় শীর্ষে। টুর্নামেন্টে ৪৩ ক্যাচের মধ্যে ৩৭ ক্যাচ ধরে ৮৬ শতাংশ সফলতা নিয়ে সবার ওপরে বাবর আজমের দল।
ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারানো আফগানিস্তান দলও ফিল্ডিংয়ে বেশ পিছিয়ে। টুর্নামেন্টে আফগানরা ধরেছে ২০ ক্যাচ, ছেড়েছে ৮ ক্যাচ। ক্যাচ ধরায় ৭১ শতাংশ সফল আফগানিস্তান রয়েছে আট নম্বরে। অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সমান ৭১ শতাংশ ক্যাচ ধরে এই তালিকায় ৯ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ক্যাচ ধরায় সবচেয়ে কম সফল দল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে লঙ্কানরা ধরেছে ২২ ক্যাচ ও ছেড়েছে ১৪ ক্যাচ। ৬১ শতাংশ ক্যাচ সফলভাবে ধরতে পেরেছে লঙ্কানরা।