হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির বাগড়ায় বন্ধ থাকার পর আবার শুরু বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 

বৃষ্টির কারণে উইকেট কাভারে ঢাকা ছিল ২০ মিনিট। ছবি: আজকের পত্রিকা

সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।

প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৭ উইকেটে ২৯৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে মাত্র ১০ মিনিট পরই নামে হালকা ঝিরঝিরে বৃষ্টি। ১৬ বল পরই বন্ধ হয়ে যায় খেলা। এই সময় বাংলাদেশ যোগ করতে পারে ১২ রান।

বৃষ্টির স্থায়িত্ব ছিল অবশ্য ২০ মিনিট। বৃষ্টি থামার পর মাঠকর্মীরা উইকেট থেকে কাভার সরিয়ে ফেলেন। মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা, রিচার্ড কিথ ইলিংওয়ার্থ ও তৃতীয় আম্পায়ার গাজী সোহেল উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করেন। ২০ মিনিট পর পুনরায় খেলা শুরুর সবুজ সংকেত পাওয়া যায়।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮৯.৪ ওভারে ৭ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। মিরাজ ২১ এবং তাইজুল ১১ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৯০তম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ব্লেসিং মুজারাবানিকে ৪ মেরে বাংলাদেশের রান ৩০০ পার করে দেন তাইজুল। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী