হোম > খেলা > ক্রিকেট

আহমেদাবাদেই বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান

‘উৎসবের মেলা’ যেন বসছে এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০২৩ বিশ্বকাপের প্রথম ও ফাইনাল ম্যাচ, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ—এই তিনটি ম্যাচ তো রয়েছেই। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানও হবে আহমেদাবাদে। 

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে ৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেইনস ডে’-এর আয়োজন করবে আইসিসি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস—এই ১০ দলের অধিনায়কেরা সেদিন সন্ধ্যায় ফটোসেশন করবেন। সংক্ষিপ্ত বক্তব্যও দেবেন তাঁরা। অনুষ্ঠানে থাকছেন আইসিসির কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধিরা থাকছেন এই অনুষ্ঠানে। অধিনায়কেরা ৪ অক্টোবর সকালের মধ্যে আহমেদাবাদে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। 

আহমেদাবাদে এবারের বিশ্বকাপে হবে ৫ ম্যাচ। ৫ অক্টোবর হবে প্রথম ম্যাচ এবং ১৯ নভেম্বর হবে ফাইনাল। তার আগে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর। ৪ নভেম্বর অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং ১০ নভেম্বর হবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ। তবে বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ এই স্টেডিয়ামে হবে না।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে