হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়াকে টপকে গেল ভারত

হায়দরাবাদে প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এরপর সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বিশাখাপত্তনম, রাজকোট—দুই ভেন্যুতে ইংল্যান্ডকে তিন অঙ্কের ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে ভারতীয়দের।

রাজকোটে আজ চতুর্থ দিনেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের সর্বোচ্চ রানে জয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে টপকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ভারত। ৭ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ ড্রয়ে ৫০ পয়েন্ট এখন ভারতের। সাফল্যের হার ৫৯.৫২ শতাংশ। ৫৫ শতাংশ সফলতা নিয়ে তিনে অস্ট্রেলিয়া।

অন্যদিকে গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। ৯২ বছরের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা। ৪ ম্যাচে ৩ জয়ে ব্ল্যাকক্যাপসদের সাফল্যের হার ৭৫ শতাংশ। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলেছে অজিরা। যার মধ্যে রয়েছে গত বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এখনো পর্যন্ত জয় না পাওয়া শ্রীলঙ্কা রয়েছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে।

গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল
দল                   ম্যাচ    পয়েন্ট          সাফল্যের হার (শতকরা হিসেব) 
নিউজিল্যান্ড          ৪        ৩৬                   ৭৫ 
ভারত                ৭          ৫০                  ৫৯.৫২ 
অস্ট্রেলিয়া           ১০         ৬৬                   ৫৫ 
বাংলাদেশ           ২          ১২                    ৫০ 
পাকিস্তান           ৫         ২২                    ৩৬.৬৬ 
ওয়েস্ট ইন্ডিজ      ৪         ১৬                   ৩৩.৩৩ 
দক্ষিণ আফ্রিকা    ৪         ১২                      ২৫ 
ইংল্যান্ড            ৮         ২১                     ২১.৮৮ 
শ্রীলঙ্কা             ২          ০                        ০

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু