ঢাকা: পাল্লেকেলে টেস্টের প্রথম দিনটা ভুলে যেতে চাইবে বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালের সেশনে অবশ্য দুর্দান্ত শুরু করেন তাসকিন আহমেদ। তাসকিনের জোড়া আঘাতেই সকালের সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ২৬ ওভারে ৪৩ রানে তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৩৮২ রান।
আগের দিন ১ উইকেটে ২৯১ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের সুযোগ দিলে রান হবেই। আগের দিন সেটি বাংলাদেশ ভালোই টের পেয়েছে। আজ তাই শুরু থেকে লাইন লেংথ ধরে রেখে বোলিং করেছেন তাসকিন-শরিফুলরা। যার প্রমাণ মিলেছে হাতেনাতে। তাসকিনের বলে লেগ গ্লান্স করতে গিয়ে লিটন দাসের গ্লাভস বন্দী হন প্রথম দিনের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে। তিন বল পর অ্যাঞ্জেলো ম্যাথুজও লিটনের গ্লাভসবন্দী হন। বল ব্যাটে লাগলেও টের পাননি কেউই।
ম্যাথুজকে সুযোগের সদ্ব্যবহার করতে দেননি তাসকিন। লিটনের ক্যাচ বানিয়ে তাঁকে ৫ রানে ফেরান এই পেসার। ম্যাথুজের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি ধনঞ্জয়া ডি সিলভা। তাইজুলের লাফিয়ে ওঠা বলে খোঁচা দিতে গিয়ে প্রথম স্লিপে শান্তর ক্যাচে পরিণত হন ধনঞ্জয়া।