হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে ক্রিকেটের ওপর ক্ষোভ ঝাড়লেন উইলিয়ামস

আয়ারল্যান্ড সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের বর্তমান টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। বিষয়টি জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্টকেও জানিয়েছেন তিনি। তবে পরবর্তী সময়ে সাদা বলের ক্রিকেটে ফিরতে পারেন। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের ওপর অসন্তুষ্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

৮ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগেই উইলিয়ামস জানিয়েছেন, এই ওয়ানডে সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। ওয়ানডে সিরিজের আগে কাল শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও খেলবেন না ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। সীমিত ওভারের ক্রিকেটে ফেরার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রাখলেও টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে উইলিয়ামসকে। 

জিম্বাবুয়ের ক্রিকেট যেভাবে চলছে, তাতে মোটেও খুশি নন উইলিয়ামস। কোচ লালচাঁদ রাজপুতের অধীনে জিম্বাবুয়ে গত তিন বছরে মাত্র চারটি ওয়ানডে জিতেছে, যার সবগুলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। দলের এই হতাশাজনক পারফরম্যান্সে আগামী ২০২৩ বিশ্বকাপে দলে থাকা নিয়ে শঙ্কায় আছেন অভিজ্ঞ খেলোয়াড়েরা। সবকিছু মাথায় রেখে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন উইলিয়ামস।

২০০৫ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল উইলিয়ামসের। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে ও ৪৭টা টি-টোয়েন্টি খেলেছেন তিনি। 

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে