হোম > খেলা > ক্রিকেট

লিটনকে দ্রুত থামিয়ে সাকিবের দুর্দান্ত শুরু

অলরাউন্ড পারফরম্যান্সে ২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শুরু করলেন সাকিব আল হাসান। সাকিবের দল মন্ট্রিয়ল টাইগার্স গতকাল সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়েছে। 

অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল মুখোমুখি হয়েছে সারে জাগুয়ার্স-মন্ট্রিল টাইগার্স। সারের হয়ে খেলছেন লিটন দাস। টস হেরে প্রথমে ব্যাটিং পায় সারে। ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন সাকিব। নিজের প্রথম ওভারেই সাকিবের মুখোমুখি হলেন স্বদেশি লিটন। প্রথম তিন বলে লিটনকে পরাস্ত করেছিলেন সাকিব। বাংলাদেশি ব্যাটার প্রথম দিন বলে কোনো রানই নিতে পারেননি। এরপর চতুর্থ বলে ব্যাকফুটে কাভারের ওপর দিয়ে শট খেলতে যান লিটন। কাভারে দুর্দান্ত ক্যাচ ধরেছেন আব্বাস আফ্রিদি। নিজের করা প্রথম ওভারে ৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 

এই ম্যাচে নিজের ৪ ওভার বোলিং কোটা পূর্ণ করেছেন সাকিব। ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। লিটনের পাশাপাশি পরগত সিং, ম্যাথ্যু ফোর্ড—এ দুই ব্যাটারেরও উইকেট নিয়েছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও দুর্দান্ত করেছেন। ১৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৬ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। 

প্রথমে ব্যাটিং করা সারে ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৩৬ রান। রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে ৫ উইকেটে করেছে ১৪১ রান করে মন্ট্রিয়ল। ম্যাচ-সেরা হয়েছেন দিলপ্রিত সিং। ৩১ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা