হোম > খেলা > ক্রিকেট

উইজডেনের একাদশে ৩ বাংলাদেশি

আইসিসি র‍্যাঙ্কিং বিবেচনা করে এশিয়ার বর্তমান খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন। সেই একাদশে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। 

বাংলাদেশ থেকে উইজডেন ইন্ডিয়ার একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, ব্যাটার-উইকেটকিপার মুশফিকুর রহিম ও পেসার মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া এই একাদশে আছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ পাঁচ ব্যাটসম্যান (উইকেটরক্ষকসহ), দুই অলরাউন্ডার ও চার বোলার। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের তিনজন করে ক্রিকেটার রয়েছেন। আফগানিস্তানের ক্রিকেটার আছেন দুজন। তবে জায়গা পাননি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটার। 

উইজডেন ইন্ডিয়ার সেরা একাদশে ওপেনারের ভূমিকায় রাখা হয়েছে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১তম স্থানে থাকা পাকিস্তানের ফখর জামান ও তৃতীয় স্থানে থাকা ভারতের রোহিত শর্মাকে। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নামবেন ওয়ানডাউনে। তার পরের নামটি সহজেই অনুমেয়—ভারতীয় অধিনায়ক ও র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা বিরাট কোহলি। 

ব্যাটিং অর্ডারে এরপরই রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। ৩৪ বছর বয়সী তারকা অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন দীর্ঘ সময় ধরে। 

উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা মুশফিকুর রহিমকে। দ্বিতীয় সেরা অলরাউন্ডার মোহাম্মদ নবীও আছেন একাদশে। 

ফাস্ট বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই আছেন ভারতের জাসপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। পেস বিভাগে তাঁদের সঙ্গী ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। আর একমাত্র ডানহাতি স্পিনার হিসেবে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। 

উইজডেন ইন্ডিয়ার ওয়ানডে একাদশ:

ফখর জামান, রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মুজিব উর রহমান, জসপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমান। 

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি