হোম > খেলা > ক্রিকেট

গিলের সেঞ্চুরি, রেকর্ড গড়ে জিততে হবে ইংল্যান্ডকে

আগের ১৩ ইনিংসে নেই কোনো পঞ্চাশোর্ধ্ব রান। সর্বোচ্চ বলতে ৩৬। সাদা পোশাকে বিবর্ণ শুবমান গিলকে বেশ সমালোচনাও শুনতে হচ্ছিল। অবশেষে ‘আনলাকি থার্টিনের’ ফাঁড়া কাটল তাঁর। পেলেন রানের দেখা, সেটিও সেঞ্চুরি। গিলের ১৪৭ বলে ১০৪ রানের সুবাদে বিশাখাপত্তনম টেস্টে বড় লিড নিয়েছে ভারত। 

সফরকারীরা দ্বিতীয় ইনিংসে করে ২৫৫ রান। ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধাক্কাও খেয়েছে ইংল্যান্ড। দারুণ শুরুর পর দলীয় ৫০ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক শ্রীকর ভারতকে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার বেন ডাকেট (২৮)। এরপরই নাইটওয়াচম্যান হিসেবে রেহান আহমেদকে (৯) নামিয়ে দেয় ইংলিশরা। আগামীকাল তাঁকে নিয়ে চতুর্থদিনে ব্যাটিংয়ে নামবেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (২৯)। 

ইংল্যান্ড দিন পার করেছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৭ রান করে। জয়ের জন্য বাকি দুই দিনে তাদের করতে হবে আরও ৩৩২ রান। আর সেটি করলে রেকর্ডই গড়বে তারা। এর আগে ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জয়টি ছিল এজবাস্টনে। সেটি ভারতের বিপক্ষে। ২০২২ সালে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ৭ উইকেটে। 

বিনা উইকেটে ২৮ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে ভারত। তবে দ্রুত রান তুলতে গিয়ে উল্টো নিজেরাই চাপে পড়ে যায়। বুড়ো হাড়ের ভেলকিতে প্রথম সেশনেই দুই ওপেনার রোহিত শর্মা (১৩) ও যশস্বী জয়সওয়ালকে (১৭) ফেরান জিমি অ্যান্ডারসন। এরপরই গিলের প্রতিরোধ। তিনি একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা ইনিংস তেমন বড় করতে পারেননি। দুই স্পিনার রেহান আহমেদ ও টম হার্টলি মিলে নেন ৭ উইকেট। 

এর আগে ভারত জয়সওয়ালের দ্বিশতকে প্রথম ইনিংসে করে ৩৯৬ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৫৩ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক