হোম > খেলা > ক্রিকেট

নতুন মুখ সাথী রানী, ফিরলেন সালমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমান তিনটি করে টি-টোয়েন্টি খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে ভারতের মেয়েরা। তার আগে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলের সঙ্গে চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। 

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে না থাকা অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন ফিরেছেন। বাদ পড়েছেন ফারজানা হক, লতা মণ্ডল, জাহানারা আলম ও ফারিহা ইসলাম। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটিতে আছেন দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মারুফা আক্তারের মতো প্রতিভাবান তরুণীরা। 

স্কোয়াডে একদমই নতুন মুখ সাথী রানী। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন এই ব্যাটার। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ৬ ইনিংসে ব্যাটিং করে ১৫১ স্ট্রাইক রেটে ২৫৪ রান করেছেন তিনি। আগামী ৯ জুলাই দুই দলের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ জুলাই। এরপর ১৬ জুলাই প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ১৯ ও ২২ জুলাই। 

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি স্কোয়াড: 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানী, শামীমা সুলতানা, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাহিমা খাতুন। 

স্ট্যান্ড বাই: 
লতা মণ্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি ও ফাহিমা খাতুন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট