হোম > খেলা > ক্রিকেট

সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বিজয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে এনামুল হক বিজয় থাকলেও ছিলেন না টেস্ট দলে। কিন্তু প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ইয়াসির আলী রাব্বি চোটে পড়ায় দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তাই আগেভাগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দিতে হয়েছে তাঁকে। আজ ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে বিজয় জানিয়েছেন, দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি। 

দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে জায়গা হয়েছে বিজয়ের। সর্বশেষ ২০১৪ সালে সাদা পোশাকের সংস্করণে খেলেছেন তিনি। 

দলে ফিরতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বিজয়কে। ঘরোয়া ক্রিকেটে নিজের জাত আরেকবার চিনিয়েই জায়গা করে নিতে হয়েছে তাঁকে। ছন্দহীনতার কারণে আর যেন বাদ পড়তে না হয়, সেই লক্ষ্যে এবার সুযোগের সদ্ব্যবহার করতে চান তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় বিজয় বলেছেন, ‘অনেক দিন পর দলের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে। দ্বিতীয় টেস্টের আগে আরও চার-পাঁচ দিন আছে। এর আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখতে চাই। যদি সুযোগ আসে, ভালো খেলার চেষ্টা করব।’ 

দারুণ সম্ভাবনাময় এক ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে এসেছিলেন বিজয়। ক্যারিয়ারের শুরুটা ছিল আশাজাগানিয়া। কিন্তু ২০১৫ বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে পড়েন। এরপর দলে ফিরলেও আর ধারাবাহিক হতে পারেননি। তবু কক্ষপথ চ্যুত হননি ২৯ বছর বয়সী ক্রিকেটার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের রেকর্ড গড়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন তিনি। 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ