হোম > খেলা > ক্রিকেট

মার্করামের ক্যাচ ধরে মুমিনুলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক    

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ৬৯ রান জমা করে ফেলেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। তবে তাঁদের আর জুটিটা বড় করতে দেননি তাইজুল ইসলাম। ফিরিয়েছেন অধিনায়ক মার্করামকে। প্রোটিয়া ওপেনার ৩৩ রানে ফিরেছেন মুমিনুল হককে ক্যাচ দিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংস শুরু করে ১ উইকেটে ১০০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন ওপেনার ডি জর্জি (৪৮) ও ট্রিস্টান স্টাবস (১৫)। বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমেছে একাদশে তিন পরিবর্তন নিয়ে।

ইনিংসের ১৭ তম ওভারের প্রথম বলে মার্করামকে ফেরান তাইজুল। প্রোটিয়া ব্যাটারের ক্যাচটি ধরে নতুন রেকর্ড গড়েছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে টেস্টে উইকেটরক্ষকের বাইরে এখন সর্বোচ্চ ৪০ ক্যাচ তাঁর। ৩৯ ক্যাচ নিয়ে এই তালিকার দুইয়ে মাহমুদউল্লাহ। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩৮ ক্যাচ। ইমরুল কায়েস ৩৫ ও সাকিব আল হাসান নিয়েছেন ২৯ ক্যাচ।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ