হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ খেলতে গিয়ে লাগেজ হারালেন কামিন্স

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই ৯ জন ক্রিকেটার নিয়ে খেলেছে অস্ট্রেলিয়া। আইপিএল খেলে কয়েকজন ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিয়েছেন একটু পরে। দলের সঙ্গে থেকেও খেলতে পারেননি মার্কাস স্টয়নিস। ওয়েস্ট ইন্ডিজে তখনো তাঁর কিট গিয়ে পৌঁছায়নি। 
 
বিশ্বকাপে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বেশ ঝক্কি-ঝামেলার মধ্য দিয়েই যেতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পথে ব্যাগ হারিয়েছেন প্যাট কামিন্স। বিমান পেতে দেরি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের। 

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে দেশে গিয়ে কয়েক দিন বিশ্রাম ছিলেন কামিন্স। সিডনি থেকে ওয়েস্ট ইন্ডিজ় যাওয়ার পথে অতিরিক্ত দুই দিন অপেক্ষা করতে হয়েছে তাঁকে। তাঁর স্ত্রী বেকি জানিয়েছেন, বিশ্বকাপের উদ্দেশ্যে যাওয়ার পথে ব্যাগ হারিয়েছেন কামিন্স। সে কারণে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে দেরি হয়েছে এই পেসারের। কামিন্স অবশ্য পুরোপুরি চিন্তামুক্ত হতে পারেননি। এখনো ফেরত পাননি নিজের ব্যাগ। 

দলের অন্য দুই তারকা ক্রিকেটার স্টার্ক ও ম্যাক্সওয়েল পড়েন ফ্লাইট বিলম্বে। তাঁদের এক রাত লস অ্যাঞ্জেলস ও এক রাত মায়ামিতে কাটাতে হয়েছে। বার্বাডোজেও পৌঁছাতে দেরি হয়। আগামী ৬ জুন মিচেল মার্শের নেতৃত্বে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’