হোম > খেলা > ক্রিকেট

ফারুকির তোপের পর আফিফ-মিরাজের প্রতিরোধ

আফগানদের দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। চার সিনিয়রের পাশাপাশি ব্যর্থ হয়ে ফেরেন লিটন দাস ও অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। দলীয় অর্ধশতকের আগেই ছয় ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ার পর আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের প্রতিরোধী জুটিতে এগোচ্ছে বাংলাদেশের রানের গতি। 

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে ২১৫ রানে থামে আফগানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০৪ / ৬ (২৪ ওভার) 

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন তামিম। কিন্তু এই জুটি বেশি দূর এগোতে দেয়নি আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। তৃতীয় ওভারেই এই বোলারের জোড়া শিকার লিটন (১) ও তামিম (৮)। 

চারে আসা মুশফিকুর রহিমকে (৩) নিজের তৃতীয় শিকার বানান ফারুকি। একই ওভারে এই পেসারের চতুর্থ শিকার হন ইয়াসির আলী রাব্বি। অভিষিক্ত ম্যাচে ৫ বলে শূন্য রানে ফেরেন তিনি। 

অষ্টম ওভারে বোলিংয়ে এসে সাকিব আল হাসানকে ফেরান মুজিব উর রহমান। অফ স্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানলে ফেরেন সাকিব (১০)। সতীর্থের পথে পা বাড়িয়ে সাজঘরে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদও (৮)। 

ছয় ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। তাদের অর্ধশতক পেরোনো জুটিতে ভর করে এগোচ্ছে বাংলাদেশ।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ