হোম > খেলা > ক্রিকেট

অনেক হয়েছে, বারবার এমন হতে পারে না, সাকিব ইস্যুতে সুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হুট করেই সিদ্ধান্ত পাল্টালেন সাকিব আল হাসান। মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। গত পরশু দুবাইগামী বিমানে চড়ার আগে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়ে গেলেন সাকিব। তাতে করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। 

সংবাদমাধ্যমকে বিসিবির এই পরিচালক জানালেন, সাকিব ইস্যুর সমাপ্তি চান তাঁরা। সুজন বলেছেন, ‘আমি জানি না কেন এমন কথা বলে গেল। আমরা তো জানতামই টেস্টে ও ওয়ানডেতে খেলবে। এখানে জোর করার তো কিছু নেই। সাকিব না খেললেও কোনো সমস্যা না, আমি পরোয়া করি না। আমার মনে হয়, এটাই সঠিক সময়। বোর্ডের উচিত এটা থামানো। অনেক হয়েছে। এটা বারবার এমন হতে পারে না।’ 

সাকিবের কারণে দল যে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে পারে না সেটা গতকাল বোর্ড সভাপতি পাপন বলেছেন। এবার তাঁর কণ্ঠে সুর মেলালেন টিম ডিরেক্টর সুজন, ‘সাকিব থাকলে পরিকল্পনা একরকম, না থাকলে আরেকরকম। তামিম-সাকিব ছাড়াই দল নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। এমন নয় যে, সে না থাকলে পরিকল্পনা হবে না। অবশ্যই পরিকল্পনা পরিবর্তন করা হবে।’ 

অনেক দিন ধরেই দলের অভিজ্ঞ ক্রিকেটাররা হুটহাট সিদ্ধান্ত জানিয়ে বিপদে ফেলছেন দলকে। বিশেষ করে এই ঘটনা বেশি হচ্ছে সাকিবের কারণে। এমনটা মানতে পারছেন না সুজন, ‘অবশ্যই এটা মেনে নেওয়া ঠিক না। সাকিব, রিয়াদ, মুশফিক, তামিম, মাশরাফি ওরা ছোট থেকেই বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন ধরে উঠেছে। ওদের পেছনে বাংলাদেশ ক্রিকেটের পুঁজি অনেক। ওদের কাছ থেকে আমরা প্রতিদান চাইতেই পারি। এটা কারওর ব্যক্তিগত দল না, এটা বাংলাদেশ দল। এই জার্সি পরার আনন্দটা থাকা উচিত।’ 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা