হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির পুরস্কার পেলেন পাকিস্তানের নোমান

ক্রীড়া ডেস্ক    

ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলে অক্টোবরে ২০ উইকেট নিয়েছিলেন নোমান আলী। হয়েছেন আইসিসির অক্টোবরের সেরা ক্রিকেটার। ছবি: এএফপি

সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, সেটা নোমান আলীকে দেখলেই স্পষ্ট বোঝা যাবে। ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কাঁপিয়ে দিয়েছেন তিনি। ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির গত মাসের সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার।

এক বিজ্ঞপ্তিতে আজ অক্টোবরের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। কাগিসো রাবাদা ও মিচেল স্যান্টনারকে টপকে অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছেন নোমান। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছিলেন নোমান। সবকটি উইকেটই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। খেলেছিলেন কেবল ২ টেস্ট। যার মধ্যে মুলতানে দ্বিতীয় টেস্টে নেন ১১ উইকেট। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যা তাঁর টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি। টেস্টে এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিও নোমানের জন্য এটা প্রথম।

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রাবাদা। প্রোটিয়া পেসার দুই বার ইনিংসে ৫ উইকেটের কীর্তি গড়েছিলেন। সিরিজসেরাও হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে রাবাদা গত মাসে নিয়েছেন এই ১৪ উইকেট। সমান ১৪ উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর গত মাসে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী।

আন্তর্জাতিক ক্রিকেটে অক্টোবরে ১ ম্যাচ খেলেই তাক লাগান স্যান্টনার। ভারতের বিপক্ষে পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে নেন ১৩ উইকেট। এটা তাঁর টেস্টে এক ম্যাচে সেরা বোলিং কীর্তি। তাঁর সমান ১৩ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে গত মাসে পেয়েছিলেন আরও ৪ বোলার। তাঁদের মধ্যে আছেন তাইজুল ইসলামও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার পেয়েছিলেন ১৩ উইকেট।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’