হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে বাবরের দাম হতো ১৫-২০ কোটি, বললেন শোয়েব

কদিন আগে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। রাজনৈতিক বৈরিতায় প্রথম মৌসুমের পর থেকে আইপিএলে খেলা হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। যে কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার বাবর আজমকে দর্শক হয়েই থাকতে হচ্ছে। 

তবে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আকতার মনে করেন, সুযোগ পেলে আইপিএলে বাবরের দাম হতো ১৫-২০ কোটি রুপি। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন পাকিস্তান অধিনায়ক। ম্যাচের পর ম্যাচে রান করে যাচ্ছেন তিনি। তাঁর মতো খেলোয়াড়কে লুফে নিতে উন্মুখ থাকার কথা আইপিএলের যেকোনো ফ্র্যাঞ্চাইজির। শোয়েবও মনে করেন আইপিএলে বাবর সুযোগ পেলে সেটা হতো দারুণ রোমাঞ্চকর।

বিরাট কোহলির সঙ্গে বাবর ইনিংস ওপেন করলে সেটাও দারুণ ব্যাপার হবে বলে মনে করেন শোয়েব। তিনি বলেন, ‘আইপিএলে কোনো একদিন বারব আজম ও বিরাট কোহলিকে এক সঙ্গে ওপেন করতে দেখা দারুণ ব্যাপার হবে। সেটা কী রোমাঞ্চকর ব্যাপারই না হবে!’ 

আইপিএলের নিলামে বাবরের কেমন দাম উঠত সেটা বলতেও ভোলেননি শোয়েব। তিনি বলেন, ‘নিলামটা কী দারুণ হবে! নিলামে বাবরের দাম হতে পারে ১৫-২০ কোটি রুপি। সে হতে পারে সবচেয়ে দামি পাকিস্তানি খেলোয়াড়।’ 

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে